৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল / খেলাধুলা

আর্জেন্টিনার জয় বাঁচিয়ে রাখলো নক আউটের আশা

২৭ নভেম্বর, ২০২২

মোঃ শিবলী সাদিক,
বিশেষ প্রতিনিধি (ক্রীড়া)

ছবি: বিজয় উল্লাসে আর্জেন্টিনা

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে কাতারে বিশ্বকাপ খেলতে আসে আর্জেন্টিনা। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর তারা প্রথম হুচট খায় সৌদি আরবের বিপক্ষে। এইদিন  পেনাল্টি থেকে প্রথম গোলটি করেছিলেন এলএম টেনই। এরপর একাধিক গোলের সুযোগও সৃষ্টি করেছিলেন। কিন্তু সবদিন এক যায় না। দ্বিতীয়ার্ধে সৌদি ম্যাজিকে ম্যাচটাও বাজেভাবে হেরে বসে আলবিসেলেস্তেরা। এ হারে বিপর্যস্ত হয়ে পরে মেসি ও আর্জেন্টিনা। নক আউট পর্বে যেতে হলে তাদের জিততে হবে অন্তত একটি ম্যাচ তার সাথে ড্র করতে হবে আরও একটি।এ কাজ মোটেও সহজ ছিলো না। কারণ প্রতিপক্ষ ছিলো শক্তিশালী পোল্যান্ড ও মেক্সিকো। 

কঠিন কাজটাই যেন রাতে সহজ করে দিলেন লিও মেসি। নিজের করলেন এক গোল আর সহায়তা করলেন এক গোল।মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনা জয় পেলে ২-০ গোলে। এ জয়ে বিশ্বকাপের নক আউট আশা বাঁচিয়ে রাখলো তারা।পোল্যান্ডের সাথে জিতলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে আর ড্র হলে গ্রুপ রানার্স আপ হয়ে যাবে পরের রাউন্ডে।


শনিবার লুসাইলের মাঠে যেন আবারও নিজেকে দেখালেন মেসি। ছন্নছাড়া প্রথমার্ধের পর যখন সমর্থকদের মনে শঙ্কার কালো ছায়া, দলের মনোবলেও চিড় ধরছে তখন ঠিকই দ্বিতীয়ার্ধে দায়িত্ব নিয়ে খেলা গোছালেন। নিজের কাজটা তো ঠিকঠাক করেই যাচ্ছিলেন, বাকিদেরটাও করিয়ে নিচ্ছিলেন। ফলও পাওয়া গেলো নগদে। 

দ্বিতীয়ার্ধের কয়েক মিনিট যেতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আলবিসেলেস্তেরা। একের পর এক আক্রমণও সাজাতে থাকে। ম্যাচের ৫৭ মিনিটের মাথায় গুইদো রড্রিগেজের বদলি হিসেবে এনজো ফার্নান্দেজ নামার পর মাঝমাঠের খেলায় গতি আসে। ৬৩ মিনিটের মাথায় নিষ্প্রভ লাউতারো মার্টিনেজের বদলে আলভারেজ এবং রাইটব্যাক মন্তিয়েলের বদলে মলিনা মাঠে নেমে আক্রমণের ধার তাৎক্ষণিক বাড়িয়ে দেন। ফলও পাওয়া গেছে হাতেনাতে। ৬৪ মিনিটে ডানপ্রান্তে আনহেল ডি মারিয়া বলের যোগান পেয়ে বাড়িয়ে দেন বক্সের বাইরে থাকা মেসির দিকে। একদম মাপা শটে মেক্সিকোর ডিফেন্সকে বোকা বানালেন মেসি। ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পেলেন না ‘মেক্সিকোর শেষ প্রাচীর’ হয়ে দাঁড়িয়ে থাকা ওচোয়া। 

এরপরও একাধিক সুযোগ সৃষ্টি করেছেন মেসিরা। কিন্তু তার সদ্ব্যবহার করার সারথির যেন বড়ই অভাব। সেই অভাব ঘুচালেন এনজো ফার্নান্দেজ। ম্যাচের ৮৭ মিনিটে বাঁ’প্রান্ত থেকে মেসির বাড়ানো বলে দারুণ এক বেনানা কিকে ওচোয়াকে দর্শক বানিয়ে দিলেন। এর সাথে সাথে নতুন আরেকটি রেকর্ড করলেন এলএম টেন। টানা পাঁচ বিশ্বকাপে অ্যাসিস্ট করা একমাত্র খেলোয়াড় এখন শুধুই মেসি। 

এ জয়ে হাস্য উজ্জ্বল মেসি ও আর্জেন্টিনা। তার সাথে আনন্দিত আর্জেন্টিনা সমর্থরাও।

Related Article