৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

হোমিওপ্যাথিক সমন্বয়ক সংগঠনের সভাপতি তাশরিফ, সাধারণ সম্পাদক জয়া নির্বাচিত

২৭ নভেম্বর, ২০২৪

সাবিক ওমর (সবুজ),
শাজাহানপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: বাংলাদেশ হোমিওপ্যাথিক সমন্বয়ক সংগঠনের সভাপতি তাসরিফ আহমেদ,সাধারণ সম্পাদক জয়া।

বাংলাদেশ হোমিওপ্যাথিক সমন্বয়ক সংগঠনের সভাপতি পদে ডা. মোঃ এম এ তাশরিফ এবং সাধারণ সম্পাদক পদে ডা. তাহমিনা আক্তার জয়া নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় ২৬ নভেম্বর রাত ৯টায়। প্রধান নির্বাচন কমিশনার ডা. শ্যামল কিশোর বর্মন ফলাফল নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটারের ৯২% ভোট প্রদান করেছেন। সভাপতি পদে ডা. তাশরিফ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডা. আম্মার আবদুল্লাহ ও ডা. এ কে খলিলুর রহমান।

সাধারণ সম্পাদক পদে ডা. তাহমিনা আক্তার জয়া জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডা. মোঃ সাহারুল ইসলাম।

প্রধান ছাত্র প্রতিনিধি পদে নির্বাচিত হয়েছেন আইয়ুব আলী, যিনি ফরহাদ হোসেনকে পরাজিত করেন। সাধারণ ছাত্র প্রতিনিধি পদে তৌহিদুল ইসলাম নয়ন জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সজীব চক্রবর্তী ও রাশেদুজ্জামান।

নির্বাচন শেষে শান্তিপূর্ণ পরিবেশে ফলাফল প্রকাশিত হয়।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049