১৯ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ৫ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে জনস্রোতের একাংশ
বিদ্যামান কাঠামোতে নির্বাচন অনুষ্ঠিত হলে আরেকটি ফ্যাসিবাদ সৃষ্টি হবে ফলে আরেকটি হাসিনার জন্ম নিবে উল্লেখ করে বাংলার মানুষ আর কোন ফ্যাসিবাদ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই সনদের আইনিভিত্তি ও সে অনুযায়ী আগামী নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
সরকারকে হুঁশিয়ার করে মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, নির্বাচনের আগে সংস্কারের জন্য প্রধান উপদেষ্টা লিখিত ওয়াদা দিয়েছেন। তাই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েই নির্বাচন দিতে হবে। গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। নইলে দেশ মহাদুর্যোগে পড়তে পারে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার একটি দলের ইশারায় জুলাই ঘোষণা দিয়েছে। সরকার বলছে পরবর্তী সরকার ক্ষমতায় এসে এটার বাস্তবায়ন করবে। এটা গণআকাঙ্খার বিরোধীতা। জুলাই ঘোষণায় জন আকাঙ্খারবিরোধী অনেক কিছু আছে। নির্বাচনের আগেই আইনিভিত্তি দিতে হবে।কোনো সংকট তৈরি না করে এই সনদের ভিত্তিতেই নির্বাচন করুন।
প্রয়োজনে গণভোট দিন। ফ্যাসিবাদের দোসরদের কার্যক্রম স্থগিত করে রাজনীতি নিষিদ্ধ করুন। সংস্কার এখন না হলে পরে হওয়ার কোনো নিশ্চয়তা নেই।
গোলাম পরওয়ার বলেন, অনেকে বলেন, আলোচনা চলছে, তারপরও কেন আন্দোলন করছি? তার কারণ হলো-আলোচনার টেবিলে গেলেও সফলতার মুখ দেখছি না। এজন্যই আন্দোলনে যাচ্ছি।
এটা রাজনীতির অংশ। জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য আন্দোলন করছি। পিআরের দাবি মানতে হবে। ৩১টির মধ্যে ২৬ টি দল পিআরের পক্ষে। একটি দল বলছে, পিআর কি জিনিস। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন। জনগণ মানলে আপনাদেরকেও মানতে হবে।
আগামীকাল সব বিভাগীয় শহরে এবং ২৬ তারিখ জেলা-উপজেলায় বিক্ষোভ হবে। দাবি আদায় করা হবে বলেও ঘোষনা দেন তিনি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।