২৮ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: ঈদেমিলাদুন্নবী পালনের
টাঙ্গাইলের বাসাইলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিময় দিন আজ, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ১২ রবিউল আউয়াল। অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালিত হয়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাসাইল উপজেলা পরিষদ হল রুমে বাসাইল উপজেলা নিবার্হী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে উপস্থিত বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান। বাসাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আল-আমিন, বাসাইল উপজেলা ইফার ফিল্ড সুপারভাইজার মোঃ রাসেল আহমেদ, ইফার মডেল কেয়ারটেকার মোঃ রাশেদুল ইসলাম, ইফার সকল শিক্ষক বিন্দুসহ প্রমুখ।
উপস্থিত সকল বক্তাগণ বলেন মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান।
ধন্যবাদ 🌸💚
Good news