৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
ধর্ম ও জীবন / সাহিত্য ও সংস্কৃতি

বগুড়া-৫, শেরপুর-ধুনটে ১৩৩টি পূজামণ্ডপে আর্থিক অনুদান এমপি হাবিবের

২৩ অক্টোবর, ২০২৩

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: শেরপুর-ধুনটে ১৩৩টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিচ্ছেন এমপি হাবিবের

বগুড়া-৫ শেরপুর - ধুনট সংসদীয় এলাকায় আনন্দঘন উৎসব মুখর পরিবেশে সুনির্দিষ্ট নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম শারদীয় উৎসব দুর্গাপূজা। এক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং বগুড়া-৫ সংসদের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ পদক্ষেপ।
এবছর শেরপুর উপজেলায় ৯৪ টি এবং ধুনট উপজেলায় ৩৯ টি পূজা মণ্ডপে একযোগে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ধুনট শেরপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে হিন্দু মুসলিমের এক মিলন মেলায় পরিণত হয়েছে প্রতিটি পূজা মণ্ডপ। সম্প্রীতির এমন বাংলাদেশের স্বপ্নই দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এ প্রসঙ্গে বগুড়া-৫ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান সাক্ষাৎকারে বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সারা দেশের মত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে শেরপুর ধুনট উপজেলার ১৩৩ টি পূজামণ্ডপে নিরবিচ্ছিন্ন ভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপে মাননীয় প্রধানমন্ত্রী'র পক্ষ হতে ৫০০ কেজি করে জি`আর এর চাউল প্রদান করা হয়েছে। এবং আমার ব্যক্তিগত আর্থিক অনুদান প্রদান অব্যাহত রয়েছে।

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। সকলের সম্মিলিত প্রচেষ্টা, লড়াই, সংগ্রাম আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সামাজিক এবং রাষ্ট্রীয় সম্প্রীতি রক্ষার্থে মানব সেবার উপরে শ্রেষ্ঠ কোন ধর্ম নেই। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নিয়েই স্বপ্নের সোনার বাংলাদেশ। যার গৌরবময় অর্জন রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।

সকলের শারদীয় দুর্গোৎসব সুন্দর ও নিরাপদ হোক। প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। তাই কোন অপ্রীতিকর ঘটনা কিংবা নাশকতার সুযোগ নেই। আসুন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাই স্মার্ট নাগরিক হই। ভালো থাকি, ভালো রাখি, সুস্থ সুন্দর জীবন গড়ি।

Related Article