২২ অগাস্ট, ২০২৫
ছবি: ছাতক ব্যবসায়ী ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি শফিকুল ইসলাম খানের মতবিনিময় সভা।
ছাতক ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসি শফিকুল ইসলাম খানের মতবিনিময় সভা
সুনামগঞ্জের ছাতকে ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ছাতক থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক নাট্যবিষয়ক সম্পাদক ডা. আফছার উদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—
ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল আলম মধু,
সহ-সভাপতি শরীফ হোসেন সুরুজ,
অর্থ সম্পাদক ও সমাজসেবক এখলাছ খান,
সহ-সাধারণ সম্পাদক ও মধ্যে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল হাই (কালা মিয়া),
সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,
যুগ্ম সম্পাদক সামছু মিয়া,
সহ-অর্থ সম্পাদক শাহ আলম,
সহ-সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, খলিলুর রহমান,
প্রচার সম্পাদক রুবেল আহমদ,
সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও মধ্যে বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি রিপন কান্তি ঘোষ (রুনু ঘোষ),
সাংগঠনিক সম্পাদক শ্যামল দাস,
এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ছাতক থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে যা কিছু প্রয়োজন, ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
বাজারে চুরি, ডাকাতি, ছিনতাই, সংঘর্ষসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ওসি শফিকুল ইসলাম খান মূখ্য ভূমিকা রাখবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।
মতবিনিময় সভা শেষে ওসি শফিকুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
Good news
Good