২৪ সেপ্টেম্বর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতক নৌরুট দিয়ে ভোলাগঞ্জের লুট হওয়া সাদা পাথর বহন ঠেকাতে প্রশাসনের তৎপরতা

২৫ অগাস্ট, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতক নৌরুট দিয়ে ভোলাগঞ্জের লুট হওয়া সাদা পাথর বহন না করতে প্রশাসন তৎপর।

ছাতক নৌরুট দিয়ে ভোলাগঞ্জের সাদা পাথর বহন না করতে প্রশাসন তৎপর।

সুনামগঞ্জের ছাতক শহরের উপর দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী উপজেলার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের লুট হওয়া সাদা পাথর ছাতক নৌরুট দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে বলে ব্যবসায়ীসহ নানা মহলে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর ছাতক উপজেলা প্রশাসন সাদা পাথর বহনকারী নৌকা আটক করার জন্য তৎপর হয়ে ওঠে। এর অংশ হিসেবে গত ১৬ আগস্ট দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।

এছাড়া ব্যবসায়ীরা সাদা পাথর কেনাবেচায় সতর্কতা অবলম্বন করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন। সর্বোপরি প্রশাসন ও ব্যবসায়ীরা ছাতক নৌরুট দিয়ে সাদা পাথর বহন ঠেকাতে সজাগ দৃষ্টি রাখছেন।

ছাতক ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা. আফছার উদ্দিন জানান, ঐতিহ্যবাহী ছাতকের গৌরবোজ্জ্বল পাথর ব্যবসা আমাদের পূর্বপুরুষরা সততা ও দক্ষতার সাথে করে আসছেন। এ নৌরুট দিয়ে লুট হওয়া সাদা পাথর বহনের কোনো সুযোগ দেওয়া হবে না।

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি ফজলু মিয়া চৌধুরী জানান, সকল ব্যবসায়ীকে জানিয়ে দেওয়া হয়েছে—কেউ যেন ভোলাগঞ্জের লুট হওয়া সাদা পাথর লোড বা আনলোড না করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভোলাগঞ্জের লুট হওয়া সাদা পাথর যেন ছাতক নৌরুট দিয়ে বহন করতে না পারে, সে জন্য প্রশাসন তৎপর রয়েছে। যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ক্রাশার মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মিল মালিকরা কানাইঘাটের লোভাছড়ার পাথরের কাগজপত্র দেখিয়েছেন। ভোলাগঞ্জের পাথরের কোনো হদিস পাওয়া যায়নি। শত ব্যস্ততার মধ্যেও ভোলাগঞ্জের লুট হওয়া সাদা পাথর ঠেকাতে প্রশাসন তৎপর রয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good