০৫ মে, ২০২৫
ছবি: ছাতকে দুই ভাইয়ের অপকর্মে গ্রামবাসী অতিষ্ঠ
ছাতকে দুই ভাইয়ের অপকর্মে গ্রামবাসী অতিষ্ঠ।
সুনামগঞ্জের ছাতকে দুই ভাইয়ের অপকর্মে গ্রামবাসী অতিষ্ঠ। ছাতক থানায় অভিযোগ দায়ের।
উপজেলার নোয়ারাই ইউনিয়নের চরভাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আছলম আলী বাদী হয়ে গ্রামের ১০১ জন বিশিষ্ট ব্যাক্তির সাক্ষর গ্রহন করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়।
একই গ্রামের মৃত আব্দুল তাহিরের ছেলে আলাউর রাহমান ও আতাউর রহমান উশৃংখল জীবন যাপন করে আসছে ।
দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ও অবৈধ ভাবে মাদক ব্যবসা করে আসছে। ফলে এলাকার যুবক ও তরুণরা মাদকাসক্ত হয়ে পড়েছে। বিদ্যালয়গামী শিক্ষার্থীরা শিক্ষায় মনোযোগ না দিয়ে মাদকাসক্ত হয়ে পড়ায় অভিভাবক গণ রয়েছেন শংকায়।
তাদের অসামাজিক ও অশ্লীল কর্মকান্ডের জন্য গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।চাঁদাবাজি থেকে শুরু করে সকল অপকর্মের সাথে জড়িত রয়েছে আলাউর রাহমান ও আতাউর রহমান।
তারা নিরীহ লোকজনের উপর অত্যাচার নির্যাতন করে নগদ টাকা ও মূল্য বান জিনিস পত্র আদায় করে থাকে।এলাকার লোকজন এসব অপকর্মে বাঁধা নিষেধ দিলে তাদেরকে মামলা -হামলা সহ নানা হয়রানির শিকার হতে হয়।অভিযুক্ত আতাউর রহমান জানান এসব মিথ্যা বানোয়াট অপবাদ আমি সিগারেট ও খাইনা।
আমি সুন্নি তারিকার লোক।নোয়ারাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য ফারুক মিয়া জানান এদের খারাপ কাজের জন্য এলাকার লোকজন ভাল ভাবে দিন যাপন করতে পারছে না।
এরা স্থানীয় বিচার মানে না।জুর জুলুম চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ছাতক থানার উপ-পরিদর্শক সিকন্দর জানান আমি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেছি। এলাকার গন্যমান্য ব্যক্তিগণ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় বিষয়টির নিষ্পত্তি করা হবে।
Good news
Good