২৪ সেপ্টেম্বর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্ততি মূলক সভা

০১ সেপ্টেম্বর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্ততিমূলক সভা

ছাতকে গ্রীষ্ম কালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্ততিমূলক সভা।

সুনামগঞ্জের ছাতকে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে এক  প্রস্ততিমূলক সভার আয়োজন করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুছরাত আরেফিন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত দ্বায়িত্ব আনিসুর রহমান, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম, 

এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছালেক মিয়া, ছাতক সিমেন্ট কোম্পানি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল আহমদ, ছাতক সদর ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, এল পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আশিকুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক দীলিপ মজুমদার, মাহবুব হোসেন, আওলাদ হোসেন, আব্দুল ওয়াহাব প্রমূখ।অনুষ্ঠানে সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম শিক্ষক দের আরও আন্তরিক হয়ে কাজ করতে হবে। 

আরনাহয় উপজেলার শিক্ষা ব্যবস্থা আরও নাজুক হবে।তিনি বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও মাদ্রাসা সুপার দের উপস্থিতি কম দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন একটি জাতীয় কর্মসূচীর প্রস্তুতি মূলক সভায় প্রতিষ্টান প্রধান গন উপস্থিত না হয়ে সহকারী শিক্ষক দের পাঠিয়ে দেওয়া  সঠিক কাজ করা হয়নি।

তিনি আরও বলেন এসভায় গুরুত্বপূর্ণ সীদ্ধান্ত নিতে হলে প্রতিষ্টান প্রধান দের উপস্থিতি প্রয়োজন।তিনি অনুপস্থিত প্রতিষ্টান প্রধান দের শোকজের নির্দেশ দিলে কয়েকজন শিক্ষক তড়িঘড়ি করে এসে সভায় যোগদান করেন।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good