০৫ অগাস্ট, ২০২৫
ছবি: ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ
জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম আল মাদানি
উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, সদস্য আব্দুর রহমান
পৌর বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী
ছাতক প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম
সাংবাদিক আনোয়ার হোসেন রনি
ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন
বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা নেতা মাওলানা ফজলুর রহমান ও মাওলানা আব্দুল কাদির
নৌ পুলিশ ছাতক ইউনিটের উপ-পরিদর্শক অপু
পৌর জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ
পৌরসভার কর আদায়কারী জামাল উদ্দিন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এহসানুল মাহবুব জুবায়ের ও সাদেক আহমেদ
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন:
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান
উপজেলা খাদ্য কর্মকর্তা পিনাক পানি ভট্টাচার্য
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রনব লাল দাস
উপজেলা পরিসংখ্যান পরিদর্শক আমিনুল ইসলাম সরকার
সাংবাদিক তাজিদুল ইসলাম
উপজেলা পরিষদের উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, জাহাঙ্গীর আলম, জয়দেব চন্দ্র দেবনাথ, কমলেশ চক্রবর্তী অপু প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছিল। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমি দায়িত্বে থাকলেও তৎকালীন সরকারের কোনো দেশবিরোধী কাজে সহযোগিতা করিনি। তাই অনেক কিছু থেকেই আমি বঞ্চিত ছিলাম।”
Good news
Good