২৩ সেপ্টেম্বর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

১৯ অগাস্ট, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শুভাশীষ শেখর দাশ, আলাউদ্দিন আলো, পারভেজ আহমদ, মাশরুফ আহমদ, লয়েছ উদ্দিন, তোফায়েল আহমদ প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ গ্রহণ করে কৃষকরা মাঠে ফসল উৎপাদন করলে ফসল হবে দ্বিগুণ। সরকার কৃষিতে সমৃদ্ধি অর্জনের জন্য কৃষকদের সর্বোচ্চ সুবিধা দিয়ে যাচ্ছে।”

সভাপতির বক্তব্যে কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন, “২০২৫-২৬ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে খাদ্য ঘাটতি কমানো হবে।”

কৃষক প্রশিক্ষণ ছাড়াও প্রধান অতিথি আনোয়ার হোসেন শহরের বৌলা মহল্লা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামে মাঠ দিবসে অংশগ্রহণ করে কৃষকদের খোঁজখবর নেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good