১৭ Jul ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে পুরাতন কোর্ট ভবন জলাবদ্ধতায় পরিত্যাক্ত পড়ে আছে

১৪ Jul, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে পুরাতন কোর্ট ভবন জলাবদ্ধতায় পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে।

ছাতকে পুরাতন কোর্ট ভবন জলাবদ্ধতায় পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে।

সুনামগঞ্জের ছাতকে আশির দশকে এরশাদ সরকারের আমলে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের লক্ষ্য মানুষের দূর্গোড়ায় আদালতের সেবা পৌঁছে দিতে নির্মান করা হয় উপজেলা আদালত বা উপজেলা (কোর্ট ভবন)। এ ভবন টিতে কিছু দিন বিচার আদালত সেবা চালু থাকার পর আবারও জেলাতে ফিরিয়ে নেওয়া হয় আদালত সেবা। ভবনটির কার্যক্রম বন্ধ হওয়ার পর সরকারি কিছু অফিস   খোলা হয় এ ভবনটিতে।এখানে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়,উপজেলা সাব-রেজিস্টারের কার্যালয়,উপজেলা যুব উন্নয়ন দপ্তর,সহকারি সেটেলমেন্ট অফিসারের কার্যালয়,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আঞ্চলিক কার্যালয় ও উপজেলা দলিল লেখক দের কার্যক্রম দীর্ঘদিন চলার পর।

 শুধু দলিল লেখক দের সেড আর উপজেলা নির্বাচন অফিসারের অফিস ছাড়া বাকি ৪টি অফিস অন্যত্র স্থানান্তর করা হয়েছে।কারন সড়ক থেকে ভবনটি নিচে পড়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই ভবনটি জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে অফিস গুলোর ভিতরে প্রায় হাটু সমান পানি হয়ে যায়। ভবনের চতুর দিকে ঝোপজঙ্গল ঘেরাও করে আছে এখানে শাপ ও জীবজন্তুর ভয়ে মানুষ চলাচল করেন না।এখান থেকে অফিস গুলো বিভিন্ন স্থানে স্থানান্তরিত হওয়ায় সেবা নিতে আসা মানুষ জন নানা হয়রানির শিকার হতে হচ্ছে। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে উপজেলা সাবরেজিস্টারের কার্যালয়টি এখান থেকে সরিয়ে নেয়ায় প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে ভাড়া বাবত ব্যয় হচ্ছে। যা সরকারি রাজস্ব থেকে প্রতিবছর কোটি টাকার উপরে ক্ষতি হচ্ছে। ভবনটির নানা স্থানে আস্তর( প্লাস্টার) ঝরে পড়ে ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে।উপজেলা সাব রেজিস্ট্রার সাইফুল আলম জানান ভবনটির সংস্কার কাজ না করায় পরিত্যাক্ত ও ঝুঁকি পূর্ণ হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।দ্রুত সংস্কার কাজ করে দিলে আমাদের ও ভাড়ায় থাকতে হত না। ভবনটির দিকে নজর দিলে সরকারের প্রচুর টাকা রাজস্ব বাঁচবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান ভবনটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় আমার দৃষ্টি গোচর হয়েছে আমি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে চিঠি লিখে দ্রুত ব্যবস্থা নেব।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good