২৯ Jun, ২০২৫
ছবি: ছাতকে তাহির প্লাজা বয়বসায়ী মালিক সমিতির সভাপতি সৈয়দ মখলিছুর রহমান সংবর্ধিত।
ছাতকে তাহির প্লাজা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সৈয়দ মখলিছুর রহমান সংবর্ধিত।
সুনামগঞ্জের ছাতকে তাহির প্লাজা ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে সমিতির সভাপতি হাজি সৈয়দ মখলিছুর রহমান মুকুলের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার রাতে তাহির প্লাজাস্থ চিলিজ চাইনিজ রেস্টুরেন্টে সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শরিফ হোসেন সুরুজের সভাপতিত্বে ও আব্দুল জব্বার জনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক নাট্য বিষয়ক সম্পাদক ডা. আফসর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল আলম মধু, স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়ী লুৎফর রহমান ইকবাল, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাকির আমিন, ব্যবসায়ী হাজি আবদুল্লাহ মিয়া,তাহির প্লাজার সত্বাধিরি শরিফ আলম,নেপাল চন্দ্র, সত্যব্রত দাস পিন্টু।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাহির প্লাজাস্থ শুক্রিয়া শাড়ি ঘরের স্বাধিকারি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুকিত,মনিকা প্লাজা বয়বসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুমেন চৌধুরী, নাহিয়ান হাসান রবিন।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী হাজি কামাল উদ্দিন বিপ্লব, রফিকুল হক,লায়েছ মিয়া, মাহবুবুর রহমান টিপু শওকত মাহমুদ, হাজি উমর ফারুক, আবুল কালাম, আব্দুল আহাদ, রেজাউল করিম জনি,প্রদীপ তালুকদার, আব্দুল হক,রাসেল মাহমুদ, প্রদীপ মালাকার, শাহ আলম, বাবুল মিয়া প্রমূখ।সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে হাজি সৈয়দ মখলিছুর রহমান মুকুল বলেন আমি সকল ব্যবসায়ীদের ভালবাসায় সিক্ত। সমিতির সকলের কাছে কৃতজ্ঞতা শিকার করে আগামী দিনে সকল ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ ভাবে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ও
ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যেতে হবে। তবেই আমাদের উদ্দেশ্য পূরণ হবে।
Good news
Good