০২ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

ছাতকে উপজেলা ছাত্র দল নেতা সাকিব মাহমুদ সংবর্ধিত

১৪ ডিসেম্বর, ২০২৪

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে উপজেলা ছাত্র দল নেতা সাকিব মাহমুদ সংবর্ধিত


সুনামগঞ্জের ছাতক উপজেলা ছাত্র দল নেতা সাকিব মাহমুদ তালুকদারের  সংক্ষিপ্ত কাতার সফর শেষে দেশে আগমন উপলক্ষে উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সাকিব মাহমুদ তালুকদার শনিবার বিকেলে শহরে প্রবেশ করলে সংঘটনের নেতা কর্মিরা তাকে ফুলের মালাদিয়ে বরন করে নেন।

পরে সিএন্ড বি কার্যালয় হতে এক আনন্দ মিছিল নিয়ে নেতা কর্মিরা ট্রাফিক পয়েন্টে এক পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুহুরায়রা ছুরত।

জেলা ছাত্র দলের সদস্য আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুর রহমান সোহেল, সাবেক পৌর কাউন্সিলর হাজি ছালেক মিয়া, বিএনপি নেতা আব্দুল কাদির,সেচ্চা সেবক দল নেতা  সামছু মিয়া, কবিরুল হাসান আঙ্গুর, আজিজুর রহমান আয়েছ,শংকর কুমার দাস, আনোয়ার হোসেন, যুব দল নেতা আশরাফুল হক খেলন,খছরু মিয়,ছাত্র দল নেতা আমির হোসেন, তালেবুর রহমান তালেব,আলা উদ্দিন, যুব দল নেতা কামাল মিয়া, ছাত্র দল নেতা তাহমিদ আহমেদ, শামীম আহমদ, জামিল আহমদ পারভেজ, জুবায়ের মিয়া,আকমল হোসেন, মাহদী, তারেক মিয়া, জুনেদ আহমদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আবু হুরায়রা ছুরত বলেন আওয়ামী দুঃশাসনকাল মানুষের অধিকার আদায়ের জন্য সাকিব মাহমুদ তালুকদার তার অবস্থান থেকে রাজনৈতিক অঙ্গনে জোড়ালো ভূমিকা পালন করায় দলের নেতা কর্মিদের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করেছে। 

ত্যাগী নেতা কর্মিদের সংঘটন থেকে এ ভাবেই মূল্যায়ন করা হয়। আমরা তার আগামী রাজনৈতিক জীবনের উত্তর উত্তর সাফল্য কামনা করি।
 

Related Article