০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন।

২২ Jul, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন।

ছাতকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন।

সুনামগঞ্জের ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে পুরুষ্কার বিতরনী ও সনদ পত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমদের পরিচালনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।শিক্ষা মন্ত্রনালয়ের পারফম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ২০২২-২৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থী দের হাতে পদক ও সনদ পত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান,  ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, ছাতক সরকারি কলেজের প্রভাষক আব্দুল বাকির হাওলাদার, গোবিন্দগঞ্জ বহু মূখী উচ্চ বিদয়ালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন মেধা মননের পাশাপাশি চেষ্টা অব্যহত রাখতে হবে। তবেই যেকোনো বিষয়ে সফলতা অর্জন করা সহজ। বিবেককে কাজে লাগাতে হবে। অভিভাবক গণ সবসময় শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে রাখতে হবে। মৌলিক শিক্ষায় মনোনিবেশ করতে হবে। 

সময়কে গুরুত্ব দিয়ে এগিয়ে চলতে হবে। অনুষ্ঠান শেষে বিমান দূর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া পরিচালনা করেন বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good