১৯ ডিসেম্বর, ২০২২
ছবি: ছাতকে ভাষা সৈনিক ইমতিয়াজ আলী আরনেই
সুনামগঞ্জের ছাতকে ভাষা সৈনিক ইমতিয়াজ আলী আর নেই। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজ পথের সৈনিক তৎকালীন সময়ে তোখড় ছাত্র নেতা ভাষা সৈনিক ইমতিয়াজ আলী সোমবার ভোর সাড়ে ৫ টায় তার নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন।( ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী ৩ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্ষ জনিত রোগে ভোগছিলেন। জোহরের নামাজের পর জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক করব স্থানে দাফন করার কথা রয়েছে। ভাষা সৈনিক ইমতিয়াজ আলী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সদর ইউনিয়নের আন্ধারি গাও গ্রামে জন্ম গ্রহন করেন।তিনি স্থানীয় ধারণ নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,পৌর সভার মেয়র আবুল কালাম চৌধুরী,সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, ক্লাবের সাধারণ সম্পাদক অলিউর রহমান প্রমূখ।###
Good news
Good