৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

চতুর্থ গণবিজ্ঞপ্তি তে ইনডেক্স ধারী শিক্ষকদের আবেদনের সুযোগ চেয়ে এন.টি.আর.সি.এ. বরাবর খোলা চিঠি

২৬ ডিসেম্বর, ২০২২

ছবি: NTRCA এর লোগো

একটি চিঠি দিলাম মহাশয়কে ব্যাথার    কাজলে।

বরাবর
মাননীয় চেয়ারম্যান 
এন.টি.আর.সি.এ (NTRCA)

বিষয়: ২য়, ৩য় নিয়োগচক্রে ইনডেক্সধারি শিক্ষকদের আবেদনের সুযোগ প্রদান প্রসঙ্গে।

জনাব,
যথাবিহিত সম্মানপ্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে,আমরা আপনার এনটিআরসিএ কতৃক ২য়,৩য় চক্রে নিয়োগপ্রাপ্ত ইনডেক্সধারি শিক্ষক শিক্ষিকা বৃন্দ। আমরা  ২য় এবং ৩য় নিয়োগ চক্রে সকল ইনডেক্সধারি, ৩৫+, ১৩ তমদের পদ সংরক্ষণ এর কারণে তীব্র প্রতিযোগিতার ফলে পছন্দের প্রতিষ্ঠান এ নিয়োগ পায়নি। তখন নিয়োগে শুন্য পদ ও ছিলো কম। ২য় চক্রে মহিলা কোটার বৈষম্য ছিলো অগোচরে। যা আবেদনের পরে ২য় চক্রের শিক্ষক বৃন্দ জানতে পারে। তার কারণে আমরা হই ভুক্তভোগী। অনেকেই দূরে নিয়োগ পেয়েছে। শিক্ষা মন্ত্রনালয় কতৃক প্রণীত নীতিমালা মোতাবেক সকল ইনডেক্সধারির বয়স আজীবন এবং তারা আবেদন করতে পারবেন এই নিয়ম থাকার কারণে অনেকেই দূরে গেছেন। বেতন মাত্র ১২,৭৫০ টাকা।বেসরকারি শিক্ষকদের বদলি ব্যবস্থা না থাকায় এই পদ্ধতি ছিলো প্রসংশনীয় এবং আশার আলোর মত। কিন্তু, কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই তাদের আবেদনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।এতে চরম কষ্ট অনুভব করছে ইনডেক্সধারি শিক্ষক শিক্ষিকা বৃন্দ। ৪র্থ নিয়োগচক্রে পদ প্রায় ৭০ হাজার। কিন্তু এই এত বড় নিয়োগে তাদের আবেদনের সুযোগ না দেওয়ার কারণে তারা খুব মানসিকভাবে ভেঙ্গে পড়ছে।

অতএব, হুজুরের সমীপে আমাদের আকুল আবেদন, আমাদেরকে শেষ বারের জন্য হলেও একটিবার আবেদনের সুযোগ প্রদান করতে জনাবের সবিনয় করুণা হয়।
বিনীত নিবেদন
সকল ইনডেক্সধারি শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049