১৭ Jun, ২০২৩
ছবি: অতিথিবৃন্দ ও খেলোয়াড়গণ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজ উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উক্ত টুর্নামেন্টে দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য জনাব আহসানুল ইসলাম টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান- ইন্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, দেলদুয়ার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান- এস.এম. এহসানুল হক সুমন, দেলদুয়ার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান- হোসনে আরা আক্তার, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি- বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- লায়ন এম. শিবলী সাদিকসহ সম্মানিত ব্যক্তিবর্গ।
আরও উপস্থিত ছিলেন, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি)- মোঃ নাছির উদ্দীন মৃধা, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান- মোঃ মোশারফ হোসেন মোর্শেদ, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস. প্রতাপ মুকুল, দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- মোঃ মাসুদ-উজ্জামান খানসহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।