২১ এপ্রিল, ২০২৩
ছবি: সম্মাননা স্মারক প্রদান, ইফতার
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ২০শে এপ্রিল দেলদুয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেলদুয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ এনামুল হকের সভাপত্বিতে ও প্রচার সম্পাদক মাহরিরার রহমান অক্ষরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দেলদুয়ার উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি'র সাধারণ সম্পাদক ও দেলদুয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা এস.এম ফেরদৌস আহমেদ,
দেলদুয়ার প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান খান, দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, দেলদুয়ার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান ডলার, দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেলদুয়ার উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলু, দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া, দেলদুয়ার উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি'র দপ্তর সম্পাদক মোঃ সোলাইমান মিয়া,
দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ আঃ খালেক, বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের সভাপতি মোঃ রিপন মিয়া, দেলদুয়ার সবুজ সংঘের সাধারণ সম্পাদক এস. তাসনীম তোরাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) আমানুল্লাহ্ খান, বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জুয়েল মিয়া, বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের রক্ত বিষয়ক সম্পাদক আসাদ তুহিন, লৌহজং প্রবাসী কল্যাণ সংঘের সভাপতি আলহাজ্ব মোঃ সেলিম মিয়া, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, হিউম্যানিটি ব্লাড ফাউন্ডেশনের সভাপতি আরফান আলী খান জনি, মানবাধিকার কর্মী বাবুল চৌধুরীসহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
এসময় দেলদুয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ আশিফ কামাল তশিফ সংগঠনের বিভিন্ন সময় গ্রহণ করা কর্মসূচীর আলোকপাত করেন।
উক্ত অনুষ্ঠানে দেলদুয়ার স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবায় অবদানের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করে।