২৩ সেপ্টেম্বর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ

ধুনটে বিএনপি নেতার মৃত্যুতে সাবেক এমপি সিরাজের শোক

০৭ সেপ্টেম্বর, ২০২৫

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: ধুনটে বিএনপি নেতার মৃত্যুতে সাবেক এমপি সিরাজের শোক

বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান বাদশা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার সকাল সাড়ে ৭ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক (৬৭) বছর। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকায় একজন নিবেদিত প্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন।তিনি এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা করেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হলে আনিছুর রহমান বাদশাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আনোয়ান খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৭ টায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

এ ছাড়াও উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন, সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, ধুনট পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলসহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

মরহুমের জানাযার নামাজ তাঁর নিজ গ্রাম বিলচাপড়ী মাদ্রাসা মাঠে রবিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Related Article