৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা / শিক্ষা

ফাইনালে গণ বিশ্ববিদ্যালয় টিম

২৮ Jul, ২০২৩

মহিউছ ছাইয়েদ,
গণ বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস প্রতিনিধি

ছবি: গবির খেলোয়াড়রা

ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশকে (এআইইউবি) ৩-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে গণ বিশ্ববিদ্যালয় (গবি)।

আজ শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় খেলার মাঠে মুখোমুখি হয় এই আসরের অন্যতম সেরা দুই দল গণ বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

খেলার প্রথমার্ধে দারুণভাবে আক্রমণ করে এআইইউবি। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি গবির গোলরক্ষক শামীমের অসাধারণ নৈপুণ্যে। অন্য দিকে গবির স্ট্রাইকার ফয়সাল আহমেদ শীতল ১৩ মিনিট ও ২০ মিনিটের মাথায় দুর্দান্ত দুই গোলে এগিয়ে নিয়ে যায় তার দলকে। প্রথমার্ধেই দুই গোল হজম করা এআইইউবি দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে।

খেলার দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বারবার বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এআইইউবি। তবে গবির আক্রমণ ও পাল্টা আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে তারা। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে এআইইউবি’র কফিনে শেষ পেরেকটি মারেন গবির রাকিব, শেষের দিকে ১টি গোল শোধ দিলে ৩-১ এর জয় নিয়ে মাঠ ছাড়েন গবিয়ানরা। দুই গোল এবং এক এসিস্ট করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন গবির ফয়সাল আহমেদ শীতল।

এ জয়ের মধ্য দিয়ে এবারের আসরে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে গণ বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়ার্ধের খেলা চলাকালীন ও খেলা শেষে গণ বিশ্ববিদ্যালয়ের দর্শক ও খেলোয়াড়দের উপর হামলা চালানো হয়। শেষে কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুই পক্ষেরই কথা শুনেছে কর্তৃপক্ষ, খেলার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তী আসরে আর কোনো ক্যাম্পাসে খেলার আয়োজন করবেনা তারা, খেলা সরাসরি স্টেডিয়ামে আয়োজিত হবে এবং ফাইনাল খেলায় প্রটোকল হিসেবে পুলিশ রাখার চেষ্টা করবেন যেন অপ্রীতিকর ঘোটনা এড়ানো যায়।

অন্য দিকে দিনের প্রথম ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে ফারইস্ট ইউনিভার্সিটি। ৩০ জুলাই বেলা ৩টায় অনুষ্ঠিতব্য ফাইনালে ফারইস্ট ইউনিভার্সিটির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে গণ বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, ঢাকার ২১টি, চট্টগ্রামের ৮টি ও কুমিল্লার ৩টি বিশ্ববিদ্যালয়সহ মোট ৩২ টি বিশ্ববিদ্যালয় নিয়ে শেষ হয় আঞ্চলিক বাছাইপর্ব। আঞ্চলিক পর্বের সেরা ৮টি দল নিয়ে ঢাকায় শুরু হওয়া মুল পর্বের চ্যাম্পিয়ন বিশ্ববিদ্যালয় পাবে পাঁচ লক্ষ টাকা এবং রানার্সআপ বিশ্ববিদ্যালয় পাবে তিন লক্ষ টাকা পুরস্কার।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049