০৪ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: অতিথিদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন স্কুলের শিক্ষার্থীরা।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফেনী পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক শামীমা আক্তারের সভাপতিত্বে ও অএ স্কুলের সহকারী শিক্ষক রহিমা সুলতানা ও মো. মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পুলিশ সুুপার জাকির হাসান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ফেনী জেলার সভানেত্রী নুসরাত জাহান, ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুহাম্মদ শাহাদাৎ হোসন ও ফেনী পুলিশ লাইন্স স্কুলের আজীবন উপদেষ্টা সদস্য মুক্তিযোদ্ধা এ.এস শাহুদুল হক বুলবুল।
অনুষ্ঠানের শুরুতে বিকেল ৩টায় পুলিশ সুপার রঙ-বেরঙের বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
পর্যায়ক্রমে ব্যাঙ খেলা, দ্রুত জুতা মোজা পরা, দড়ি লাফ, বস্তা দৌড়,মার্বেল কুড়ানো, বেলুন ফোটানো,সুরের তালে তালে বালিশ বদল, যেমন খুশি তেমন সাজ, প্রতিযোগিতাসহ মোট ৩৬টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাকির হাসান বলেন, যারা অংশগ্রহণ করেছেন কিন্তু বিজয়ী হতে পারেননি তাদেরকে ধন্যবাদ জানান।বাদ্যযন্ত্রবিহীন পুলিশ লাইন্স স্কুলের ছাএ-ছাএীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজের ভূয়সী প্রশংসা করেন। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ফলাফল সন্তোষজনক এবং আগামীতে আরোও ভালো ফলাফলের জন্য শিক্ষক-শিক্ষিকাদের আরো আন্তরিক হওয়ার জন্য অনুরোধ করেন।
ফেনী পুলিশ লাইন্স স্কুলের আজীবন উপদেষ্টা সদস্য মুক্তিযোদ্ধা এ.এস শাহুদুল হক বুলবুল উনার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১ লক্ষ টাকা প্রধান শিক্ষকের হাতে তুলে দেন।
উক্ত ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।