১৯ মার্চ, ২০২৩
ছবি: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি।
গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ মার্চ (রবিবার) গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ.কে শহীদ খোন্দকারের সভাপতিত্বে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মহি উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদর উপজেলার ৬ নং কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম।
অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী,কালিদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য বেলায়েত হোসেন রুবেল, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি মীর হোসেন দুলাল,স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য মুন্সি সিরাজুল ইসলাম, গোবিন্দপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিদ্দিক উল্যাহ ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু প্রমুখ।
বেলা ১২ টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আজকে সারা বাংলাদেশের ন্যায় ফেনী জেলাতে শিক্ষার সুন্দর পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তোমাদের জন্য অপেক্ষা করছে আগামীর বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ। তোমরাই হবে আগামী বাংলাদেশের কারিগর। ছাত্রীদের উদ্দেশ্যে বলেন মোবাইলের প্রতি আসক্ত না হতে, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্পিকার, শিক্ষামন্ত্রী, অনেক জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বাংলাদেশের প্রথম মেট্রোরেলের চালক নারী। দক্ষ বাংলাদেশের নাগরিক সাহসী নারীরা এ দেশকে এগিয়ে নিতে পারে।
প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের নিয়ে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।