১৩ ডিসেম্বর, ২০২২
ছবি: প্রতীকী ছবি।
ফেনীতে বিশ্বকাপ খেলা নিয়ে শহরের জেল রোডে দুই কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে জসিম উদ্দিন (২১) নিহতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত হত্যাকারীকে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন মামলার তদন্ত কমকর্তা ফেনী মডেল থানার উপ-পরিদর্শক কোমল কুমার সাহা। তদন্ত কমকর্তা জানান, এ ঘটনায় শাফায়েত হোসেন সম্রাট(১৯) ও শাওন নামের দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। সম্রাট ও শাওনের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের সাথে জড়িত এবং আরো অনেকের নাম বলেছে।
গত ৬ ডিসেম্বর রাত ২ টার দিকে ফেনী শহরের জেল রোডে এ হত্যাকান্ড সংঘটিত হয়।
ওই রাতে শহরের উওর সহদেবপুর হতে বড় পর্দায় ব্রাজিল বনাম ক্রোয়াশিয়ার খেলা দেখতে এসেছিল জসিমসহ কয়েকজন যুবক।
খেলায় গোল উদযাপন নিয়ে মাস্টারপাড়া ও সহদেবপুরের দুই কিশোর গ্যাংয়ের মধ্যে কথা কাটাকাটির ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর জের ধরে জসিমকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের যুবকেরা।
গত ৯ ডিসেম্বর সকাল ৭ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিন মারা যায়। এ ঘটনায় নিহত জসিম উদ্দিনের বাবা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে মামলা করেন ফেনী মডেল থানায়।