৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা / বিশ্বকাপ ফুটবল

ফুটবল বিশ্বকাপ নিয়ে বিভক্ত কোহলি-রাহুলরা

১৮ ডিসেম্বর, ২০২২

জুয়েল রানা,
স্টাফ রিপোর্টার

ছবি: কোহলি-রাহুলরা।

ফুটবল বিশ্বকাপ ডামাডোলে শুরু হয় বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ। ফুটবল উম্মাদনায় অনেকটাই নিরুত্তাপ এই লড়াই। আজ আর্জেন্টিনা-ফ্রান্স মেগা ফাইনাল দিয়ে শেষ হচ্ছে প্রায় একমাস ধরে চলা বিশ্বকাপ। এদিন সকালে শেষ হলো বাংলাদেশ-ভারত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দুই দলের ক্রিকেটারও এবার আয়েশ করে ফাইনাল দেখতে পারবেন।

তবে সমর্থনের প্রসঙ্গ উঠতেই বিভক্তি ভারতীয় দলে। ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক লোকেশ রাহুল ইংল্যান্ডের সমর্থক। দলের বড় তারকা বিরাট কোহলি জার্মানির ভক্ত। দুই দলই আগেভাগে বাদ পড়েছে বিশ্বকাপ থেকে। ব্রাজিলও ফাইনালের উঠতে পারেনি। বাদ পড়ে যাওয়া দলগুলোর সমর্থকরা আর্জেন্টিনা-ফ্রান্স দলে ভাগ হয়ে সমর্থন দিবেন বলে মনে করেন রাহুল।

সংবাদ সম্মেলনে রাহুল বলেন, ‘আমার মনে হয় না (প্রবল বিভক্তি থাকবে)। আমাদের দলে আমিসহ আমাদের বেশিরভাগ যেসব দল সমর্থন করেছিলাম তারা টুর্নামেন্ট এরমধ্যে থেকে বিদায় নিয়েছে। কিছু ব্রাজিল ভক্ত, কিছু ইংল্যান্ডের ভক্ত আছে আমাদের দলে। আমি জানি না কারা সত্যি আর্জেন্টিনা বা ফ্রান্স সমর্থন করবে।’

যোগ করেন রাহুল, ‘আজ সবাই অনেকটা নির্ভার থাকবে। আজকের খেলাটা রোমাঞ্চকর হতে যাচ্ছে। আর হ্যাঁ আমরা কিছুটা বিভক্ত থাকব আজ দুই দলে। এটাই আসলে খেলা দেখার মজাটা বাড়িয়ে দেয়, তাই না।’

বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ফাইনাল। টেস্টের পাঁচদিনের ঘোচাতে আজকের রতটা উপভোগ করতে চান রাহুল, ‘আমরা আজ খেলাটা শুধু উপভোগ করব। খেলার সময় ভালো খাবার থাকবে। আনন্দ নিয়ে উপভোগ করব। পাঁচদিন ক্লান্তিহীন ক্রিকেট খেলার পর রাতটা উপভোগ করব। বিশ্বকাপের ফাইনাল বলে কথা। আমরা সবাই ফুটবল ভালোবাসি। আপনারা দেখেন আমরা অনুশীলনে ফুটবল খেলি। এমনকি নিজেদের রুমেও ফিফা খেলি।’


 

Related Article