৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা / শিক্ষা

ফুটবলে চ্যাম্পিয়ন রাজনীতি ও প্রশাসন, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম

১৭ ফেব্রুয়ারী, ২০২৩

মহিউছ ছাইয়েদ,
গণ বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস প্রতিনিধি

ছবি: রাজনীতি ও প্রশাসন এর জয় উল্লাস

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ১৫ দিন ব্যাপী চলা আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পর্দা নেমেছে। গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট ফুটবলের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামে দুইটি ইভেন্ট দিয়ে সাজানো এ টুর্নামেন্টের।

এদিন দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রদের ফাইনালে মুখোমুখি হয় রাজনীতি ও প্রশাসন বিভাগ এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসসি)। প্রথমার্ধে ১০ মিনিটের মধ্যেই সাব্বিরের গোলে এগিয়ে যায় রাজনীতি ও প্রশাসন বিভাগ।

এরপর দ্বিতীয়ার্ধে সিএসসির দুর্গে আবারো আঘাত হানে সাব্বির। শেষে তারেকের গোলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজনীতি ও প্রশাসন বিভাগ।

এর আগে সকালে মেয়েদের ফাইনালে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ মুখোমুখি হয় রাজনীতি ও প্রশাসন বিভাগের। অধিনায়ক রুমা আক্তারের জোড়া গোল ও সারাবানের ফিনিশিংএ ৩-০ ব্যবধানে জয় পায় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ।

এছাড়া ব্যাডমিন্টন ছেলেদের ফাইনালে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। ছাত্রীদের ব্যাডমিন্টনে ২-১ সেটে চ্যাম্পিয়ন ফার্মেসি বিভাগ এবং রানার আপ হয়েছে আইন বিভাগ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম ও রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন অনুষদের ডীন, পরীক্ষা নিয়ন্ত্রক ও ক্রীড়া কমিটির সভাপতি।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049