০৫ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: আলাই নদীর তলদেশ থেকে মাটি কাটার চিত্র
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে কিছু অসাধু ব্যাবসায়ী দীর্ঘদিন যাবৎ আলাই নদীর তলদেশ থেকে মাটি কেঁটে বিক্রি করে আসছিল।
০৫ ফেব্রুয়ারি এমন অভিযোগ পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল আলম উক্ত ঘটনা স্হলে যান এবং মোবাইল কোর্ট পরিচালিত করে ।
এতে আলাই নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তির নিকট হতে ১লক্ষ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরীফুল আলম বলেন, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা করে মোট ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।