৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা / শিক্ষা

গবিতে পিপিএল ফুটবল-২০২৩ এর চ্যাম্পিয়ন ৩০ ওয়ারিয়র্স

২৬ জানুয়ারী, ২০২৩

মহিউছ ছাইয়েদ,
গণ বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস প্রতিনিধি

ছবি: চ্যাম্পিয়ন দল

সাভারের গন বিশ্ববিদ্যালয়ে (গবি) পলিটিক্স প্রিমিয়ার লিগ (পিপিএল) ফুটবল-২০২৩ এর নাটকীয় ফাইনালে  চ্যাম্পিয়ন ৩০ ওয়ারিয়র্স ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) গবির কেন্দ্রীয় খেলার মাঠে পিপিএল ফুটবল-২০২৩ এর দল ৩০ ওয়ারিয়র্স ও এলিট ব্যাচ-২৯ এর মধ্যকার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতে ৩০ ওয়ারিয়র্স আমিরুলের গোলে ১-০ তে এগিয়ে গেলেও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সেই লিড। অনিকের গোলে ম্যাচে ফিরে এলিট ব্যাচ-২৯। খেলার আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

যেখানে ৩০ ওয়ারিয়র্স এর গোলরক্ষক মামুনুর রহমান পাপ্পুর নৈপু্ন্যে ২-০ গোলের ব্যবধানে শিরোপা নিজেদের করে নেয় ৩০ ওয়ারিয়র্স। এলিট ব্যাচ-২৯ কে রানার -আপ এর পুরষ্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ।

পুরষ্কার প্রদান অনুষ্ঠানে সিনিয়র লেকচারার ড. মো: আলী  আজম খান বলেন- সবাই খুব ভাল খেলেছ সামনে আমাদের আন্তঃ বিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় এখান থেকে দল করা হবে, যারা ভাল খেলেছ সবার ডাটা আমাদের কাছে আছে । আসা করি তোমরা সেখানেও চ্যাম্পিয়ন হয়ে বিভাগ এগিয়ে নিয়ে যাবে।

বিজয়ী দলের অধিনায়ক মোঃ আরিফুল ইসলাম ইমু বলেন- আমরা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বাড়াতে টুর্নামেন্টে আয়োজন করছি, এছাড়াও সামনে আমাদের আন্তঃবিভাগ টুর্নামেন্ট খেলা আছে যার বাছাই হবে খুব শীগ্রই আশা করি ভাল একটি টীম গড়তে পারব।

উল্লেখ্য গত ২৪ জানুয়ারী গবির রাজনীতি প্রশাসন বিভাগ ৬টি দলকে ২টি গ্রুপে ভাগ করে কেন্দ্রীয় খেলার মাঠে প্রথম বারের মত পলিটিক্স প্রিমিয়ার লিগ (পিপিএল) ফুটবল আয়োজন করে।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049