০৫ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: গফরগাঁও নতুন বাজার মসজিদ উদ্ভোধনে বক্তব্য দেন স্থানীয় সাংসদ এবং আব্দুল কাদির মোল্লা
গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ময়মনসিংহ —১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এমপির সভাপতিত্বে গফরগাঁও নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা উদ্ভোধন শেষে বিকাল ৩ ঘটিকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে দেশের স্বনামধন্য ব্যবসায়ী এবং নির্মিত ভবনের সহযোগী প্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আব্দুল মজিদ মোল্লা ফাউন্ডেশন নরসিংদী চেয়ারম্যান জনাব আব্দুল কাদির মোল্লা।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সাংসদ তার নির্বাচনী এলাকার গণমানুষের পক্ষ থেকে থার্মেক্স গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান এবং আব্দুল মজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যন তার বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। সেই সাথে গফরগাঁওয়ের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন শ্রেণির নেতা এবং কর্মীসহ সকল পেশাজীবি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি উপজেলা আশরাফ উদ্দিন বাদল, বারবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কাশেম, পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, সলটিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান গফরগাঁও জেএম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আতাউর রহমান, গফরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম খোকন, যশরা ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, চরআলগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুল হামিদ মনসুর, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাবেক ছাত্রনেতা মুক্তার হোসেন আকন্দ প্রমুখ।
ধন্যবাদ 🌸💚
Good news