২৩ সেপ্টেম্বর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

গফরগাঁওয়ের এমপি প্রার্থীকে সংবর্ধনা দিল খেলাফতে মজলিসের ময়মনসিংহ জেলা কমিটি

০৯ সেপ্টেম্বর, ২০২৫

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: গফরগাঁওয়ের এমপি প্রার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত খেলাফতে মজলিসের ময়মনসিংহ জেলা কমিটির নেতৃবৃন্দ

 আসন্ন নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস (রিক্সা) প্রতীকের মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষানবিশ, ময়মনসিংহ জেলা শাখার অফিস সম্পাদক ও গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ ফরাজীকে   সংবর্ধনা প্রদান করেছে  বাংলাদেশ খেলাফত মজলিসের  ময়মনসিংহ জেলা কমিটি। 

মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) দুপুরে জামিয়া হাকিম আখতার কমপ্লেক্সে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ পশ্চিম জেলা শাখার উদ্যোগে আয়োজিত সাংগঠনিক কার্যক্রম পরিকল্পনা গ্রহণ সংগঠনের নেতাকর্মীরা।  

 

এসময় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা পশ্চিম এর  সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম,

 ত্রিশাল উপজেলার সভাপতি মাওলানা আবু তাহের এর সভাপতিত্বে ও ময়মনসিংহ  জেলার সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মুফতি নাছির উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলার সহ-সভাপতি ময়মনসিংহ ৬ (ফুলবাড়িয়া) আসনের মনোনীত প্রার্থী মুফতি মাওলানা আব্দুল কাদির, সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সুমন, বাইতুল মাল সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম, সহ প্রচার সম্পাদক ও গফরগাঁও শাখার সভাপতি মাওলানা মমিনুল ইসলাম,

ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ ১১ (ভালুকা) আসনের মনোনীত প্রার্থী মাওলানা মামুনুর রশীদ, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী হাসান জুবায়ের, নির্বাহী সদস্য মাওলানা ইখলাস উদ্দীন সহ ময়মনসিংহ জেলা এ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেজাউল করিম বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশের ইসলাম প্রিয় মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে কাজ করছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের জনগ ন্যায়-নীতি, ইনসাফভিত্তিক সমাজ গড়তে দূর্নীতিমুক্ত নেতৃত্বের প্রতি আস্থা রাখবে বলেও  আশাবাদ ব্যক্ত করেন এই নেতা।

আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের  প্রার্থী মাওলানা ইলিয়াস আহমদকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মাওলানা রেজাউল করিম।

Related Article