১৮ অগাস্ট, ২০২৫
ছবি: মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি করছেন
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউএনও মো. তুহিন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. গোলাম মোর্শেদ, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমূখ।
বক্তারা দেশি মাছের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে মৎস্য চাষিদের ভূমিকা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অভয়াশ্রম রক্ষার গুরুত্ব তুলে ধরেন। শেষে উপজেলার সফল মৎস্য চাষিদের হাতে পুরস্কার প্রদান করা হয়।
Good news
Good