২১ সেপ্টেম্বর, ২০২২
ছবি:
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলাধীন ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ এ গঠিত-
"গ্রাম আদালত"।
এই গ্রাম আদালতে সাপ্তাহের প্রতি বুধবার
বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সেই ধারাবাহিকতা আজ বুধবার গ্রাম আদালতে বিচার কার্যক্রম চলে।
গ্রাম আদালতে বিচার কার্যক্রম পরিচালনা করেন ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন।
ওনার সততা,নিষ্ঠা,একাগ্রতা ও মেধা কে কাজে লাগিয়ে বিচক্ষণতার সহিত বাদী-বিবাদীর উপস্থিতে সত্য উদঘাটন করে গ্রাম আদালতে আসা ভোক্তভোগী জনগনকে ন্যায় বিচার উপহার দিয়ে আসছেন তিনি।
আজকে গ্রাম আদালতে ঝগড়া সংক্রান্ত, জমিজমা সংক্রান্ত ও পারিবারিক বিরোধ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মোট ৮টি মামলা মীমাংসা করা হয়। গ্রাম আদালতে বিভিন্ন মামলার মীমাংসা ও রায় সম্পর্কে বাদী-বিবাদীর কাছে জানতে ছাইলে উভয়ে রায় কে স্বাগতম জানান এবং সন্তোষ প্রকাশ করেন।
আজকে গ্রাম আদালতের বিচারক চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন এর সাথে সহকারী হিসাবে আরো উপস্থিত ছিলেন।
সিরাজপুর ইউনিয়ন পরিষদ সচিব আবু সাঈদ মোঃ আলী।
প্যানেল চেয়ারম্যান জামশেদ ইকবাল শিবলু।
সংরক্ষিত মহিলা সদ্যস কহিনুর আক্তার।
ইউ,পি সদ্যস হায়দার হোসেন সম্রাট।
ইউ,পি সদ্যস একরামুল হক।
ইউ,পি সদ্যস হারুন অর রশিদ।
ইউ,পি সদ্যস ইমতিয়াজ আহমেদ শাকিব।
ইউ,পি সদ্যস জসিম উদ্দিন।
ইউ,পি সদ্যস আবদুল হান্নান টিপু।
ইউ,পি সদ্যস ওমর ফারুখ -
সহ অত্র ইউনিয়নের বিভিন্ন ওর্য়াড থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রাম আদালত বিচার ব্যবস্থা ও কার্যক্রম প্রসঙ্গ আলাপচারীতায় চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন তারুণ্য২৪ কে বলেন-
আমাদের মোট জনসংখ্যার একটা বিশাল অংশ গ্রামে বাস করে। এ জনগোষ্ঠীর একটি ব্যাপক অংশ দরিদ্র, নিরক্ষর এবং তারা আধুনিক বিচার ব্যবস্থা সর্ম্পকে ওয়াকিবহাল নয়। সবচেয়ে বড় কথা, এ দরিদ্র জনসাধারনের পক্ষে শহরে গিয়ে দীর্ঘদিন মামলা-মোকদ্দমা চালানো অত্যান্ত কঠিন এবং ব্যয়বহুল ব্যাপার।
সুতরাং ইউনিয়ন পরিষদের মাধ্যমে ঝগড়া বিবাদ জমিজমা সহ বিভিন্ন বিষয়ে মীমাংসা বা নিষ্পত্তির ব্যবস্থা থাকে, তাহলে তারা অনেক বিড়ম্বনা ও খরচের হাত থেকে রক্ষা পায়। দ্রুত বিচার কার্যের ফলে ঝগড়া বিবাদের তীব্রতা ও ব্যাপকতা বহুলাংশে কমে যায় এবং গ্রামীন সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাহায্য করে।
তৎসর্ম্পকীয় বিষয়াবলীর বিচার সহজলভ্য করার উদ্দেশ্যে গ্রাম আদালত অধ্যাদেশ, ১৯৭৬ এর আওয়তায় সিরাজপুর ইউনিয়ন পরিষদের অধিনে অত্র গ্রাম আদালত গঠিত হয়েছে- এবং এটি একটি মীমাংসামুলক গ্রাম আদালত।
এই গ্রাম আদালতের মাধ্যমে এত্র ইউনিয়নের সকল অন্যায় অভিচারকে কঠোর হস্তে ধমন করে সমাজে শান্তি ও সু-শৃংখল বজায় রাখতে আমি ও আমার ইউ,পি সদ্যস বৃন্দ বদ্ধপরিকর।