৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল / খেলাধুলা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে জাপান

০২ ডিসেম্বর, ২০২২

মোঃ শিবলী সাদিক,
বিশেষ প্রতিনিধি (ক্রীড়া)

ছবি: জাপানের জয় উল্লাস।

খেলার প্রথমে  গোল করে জয়ের স্বপ্ন জাগিয়ে তোলে ২০১০ এর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। কিন্তু জাপান ছেড়ে কথা বলেনি। জার্মানির মতো স্পেনকেও আটকে ধরে তারা। পিছিয়ে থেকে দ্বিগুণ উদ্যমে ম্যাচে ফিরে শুধু গোলই শোধই দেয়নি। চার মিনিটের ঝড়ে তিন পয়েন্ট নিশ্চিত করে কাতার বিশ্বকাপের নক আউট পর্বে জায়গা করে নিয়েছে দেশটি। 

ই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জাপান খেলবে নক আউট পর্বে। আর এই গ্রুপ থেকে হেরেও গোল পার্থক্যে স্পেন রানার্সআপ হয়ে শেষ ষোলোতে খেলবে। 

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে স্পেন তাদের নিজস্ব ঐতিহ্যের মতো আজকেও বল দখলের লড়াইয়ে অনেকটা এগিয়ে ছিল।  ম্যাচ শুরুর ৮ম মিনিটে জাপান  তাদের প্রথম সুযোগ পায়। জুনায়া ইতোর ডান পায়ের শট অল্পের জন্য স্পেনের জালে জড়াতে পারেনি তিনি। পরের মিনিটে দালি ওলমোর ক্রসে মোরাতার হেড গোলকিপার প্রতিহত করেন। স্পেন গোল কর এফ গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে যায়। 

অল্প কিছুক্ষণ  পর মোরাতা গোল করার সজজ  সুযোগ পেয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেননি। বিরতির ঠিক আগে জাপান সমতায় ফেরার সুযোগ পেলেও তারাও ব্যর্থ হয় গোল করতে। 

বিরতির পর চার মিনিটের মধ্যে জাপান ঝলক দেখিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে। ৪৮ মিনিটে জাপান ঠিকই সমতায় ফেরে। জুনিয়ো ইতোর হেড পাস থেকে রিসু দোয়ানের বক্সের বাইরে থেকে জোরালো শট ডান দিক দিয়ে জড়িয়ে যায় জালে। 

৫১ মিনিটে কাওরো মিতোমার এসিস্টে তানাকা লক্ষ্যভেদ করে জাপানকে এগিয়ে নেন। ভিএআর দেখে গোলের বাঁশি বেজে উঠে। 

শেষের দিকে মার্কো এসেনসিও ও দানি ওলমো চেষ্টা করেও স্পেনকে সমতায় ফিরতে পারেনি। হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। 

এ জয়ে জাপান ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করে। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয় স্পেন। সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে জার্মানিকে। 
 

Related Article