০৯ Jul, ২০২৫
ছবি: গফরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে বিভিন্ন সময়ে রাজপথে বিএনপি ও অঙ্গসংগঠনের নানা কর্মসূচিতে উপস্থিত ছিলেন -আলীউল আসাদ রুকন।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটিকে সামনে রেখে ব্যপক ব্যস্ত সময় পার করছেন এই এলাকার নেতাকর্মীরা । তদের দাবী এলাকায় নেতৃত্ব দানকারী, পরিশ্রমী এবং নিষ্ঠাবান রাজনীতিবিদদের দ্বারাই পরিচালিত হবে আগামী দিনের জাতীয়তাবাদী দলের প্রত্যেক স্তরের কমিটি। শহর থেকে গ্রাম এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সর্বস্তরের নেতা কর্মীদের মধ্যে আন্তরিক পরিবেশ তৈরীতে ব্যস্ত অনেকেই। দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের নেতাদের দ্বারা নির্যাতন এবং নানা জটিলতা কাটিয়ে এ যেন এক নতুন উচ্ছাস দেখা দিয়েছে।
এবিষয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলতে গেলে চরআলগী ইউনিয়নে শ্রমিকদলের সাবেক (প্রতিষ্ঠাতা) সভাপতি মো: আলীউল আসাদ রুকন বলেন এতদিন ফ্যসিস্ট সরকারে নির্যাতনে নিষ্ক্রিয়প্রায় সকল নেতাকর্মী দীর্ঘদিনের সাংগঠনিক দূরত্ব ভুলে এখন সবাই দলীয় কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। সামনে কমিটি রয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা কমিটিতে সুযোগ পেলে আরো গতিশীল ভাবে কাজ করতে পারব।
এছাড়াও রাজনৈতিক জীবনে আলীউল আসাদ রুকন ২০০৩ থেকে ০৮ পর্যন্ত চরআলগী ইউনিয়নের জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০১৩ পর্যন্ত ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালনসহ সবশেষ ময়মনসিংহ জেলা কৃষকদলের সাদেক-মাসুদ পরিষদের সম্মানিত সদস্যও ছিলেন। ১৯৯২ এবং ১৯৯৭ সালে কারাবাস এবং ভোটের রাজনীতিতে চরআলগী ইউনিয়নে বলিষ্ঠ ভুমিকাসহ কয়েকবার ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এই নেতা।
তার দাবী জনগনের সাথে সর্বসময় যোগাযোগ এবং খোজ খবর রাখেন নিয়মিতা। তাই এসকল কারনে অলীউল আসাদ রুকনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গফরগাঁও উপজেলা কমিটিতে দেখতে চায় জনগন।