২২ নভেম্বর, ২০২২
ছবি: সংবাদ সম্মেলনে লিও মেসি।
বর্তমান সময়ের সেরা ফুটবলার মেসি, আবার অনেকেই মনে করেন এই আর্জেন্টাইন যাদুকর সর্বকালের সেরা খেলোয়াড়। সৌদি আরবের বিপক্ষে ক্যারিয়ারের পঞ্চমবারের মতো বিশ্ব আসরের মঞ্চ মাতাতে নামবেন তিনি। এর আগেই মেসি জানিয়ে দিলেন কাতার বিশ্বকাপই তার শেষ। নিজের শেষ বিশ্বকাপ রঙিন করে রাখতে চান মেসি। মেসি ক্লাব ক্যারিয়ারে সবকিছু অর্জন করলেও আকাশী নীল জার্সিতে মিলন এক মেসি। ক্যারিয়ারের শেষের দিকে দেশের জন্য জিতেছেন সর্ব কোপা আমেরিকার শিরোপা। এর আগে চার বার বিশ্বকাপে অংশ নেন মেসি খেলেছিলেন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস জার্মানির কাছে হেরে যায় তার দল আর্জেন্টিনা। তাই নিজের শেষ বিশ্বকাপ জিততে মরিয়া তিনি। সোমবার এক সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেন, কাতার বিশ্বকাপে সম্ভবত আমার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, আমরা সবাই শিরোপার জন্য মুখিয়ে আছি। শেষ সুযোগটা রাঙাতে চাই। বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। দলের প্রতিটি খেলোয়াড় তাদের সেরাটা দিতে প্রস্তুত রয়েছে। বর্তমান দল নিয়ে মেসি বলেন, আমরা জেতার জন্য এসেছি এবং এই মনোবল আমাদের প্রতিটি ম্যাচ জিততে সহায়তা করে। বর্তমান এই দলটি আমাকে ২০১৪ সালের কথা মনে করিয়ে দেয়, এই দলটা খুব ঐক্যবদ্ধ, প্রতিটি খেলোয়াড় জয়ের প্রত্যয়ে মাঠে নামে। আমাদের এই দলে বেশ কিছু খেলোয়াড় রয়েছে যারা ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারে। তাদের কারণে আমি নিজেও অনেক চাপমুক্ত থাকি। বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়ে মেসি বলেন, আমি সত্যিই উত্তেজিত বোধ করছি। আমরা তিনটি পয়েন্ট দিয়ে শুরু করতে চাই। নিজেদের সেরাটা দিয়েই প্রথম ম্যাচ জিততে চাই। নিজের বয়স নিয়ে মেসি বলেন, বয়স আপনাকে ভিন্নভাবে ভাবায় এবং ছোট কিছু ভুলে গুরুত্ব দিতে শেখায় যা আপনি আগে দেখেননি। এই সময়ে এসে আমি সবকিছুর প্রতি বেশি মনোযোগ দেই এবং উপভোগ করি । কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার (২৩ নভেম্বর) সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। গ্রুপ-সি তে পরবর্তী ম্যাচ তাদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।