০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজার জেলা প্রশাসকের সাথে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টির সাক্ষাৎ

১৬ নভেম্বর, ২০২৪

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: কক্সবাজার জেলা প্রশাসকের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন নব নিযুক্ত ট্রাস্টি পরিমল কান্তি শীল

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবনিযুক্ত ট্রাস্টি ডাঃ পরিমল কান্তি শীল।

সাক্ষাতকারের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা পুরোহিতরত্ন জগদীশ শর্মা, বাগীশিক কক্সবাজার জেলা শাখার সভাপতি নারায়ন দাশ, সাধারণ সম্পাদক সজল ধর, আদিনাথ পরিচালনা কমিটির অর্থ সম্পাদক লক্ষীচরণ দে, হিন্দু যুব মহাজোট, কক্সবাজার জেলা কমিটির সভাপতি ডাঃ ডি.বি শর্মা, সহ-সভাপতি স্বপন কান্তি দে,  সনাতনী বার্তার সম্পাদক সাংবাদিক শিপন পাল, নির্বাহী সম্পাদক কাজল কান্তি দে প্রমূখ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সব ধর্মের মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিদের দিয়ে সরকার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কাজ সম্পন্ন করছে। সব ধর্মের মানুষের সহবস্থানের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সকল ধরণের কাজে কক্সবাজার জেলা প্রশাসন পাশে থাকবে। এসময় জেলা প্রশাসক যেকোন পরিস্থিতিতে  জেলার যেকোন বিষয়ে যোগাযোগ করার জন্য বলেন।

এসময় নবনিযুক্ত ট্রাস্টি পরিমল কান্তি শীল বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের কল্যাণসহ  সার্বিক কল্যাণ সাধন, সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিতভাবে কার্য পরিচালনায় সরকারের পক্ষ থেকে আমাকে ট্রাস্টি হিসেবে নিযুক্ত করা হয়েছে। একাজে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good