২৪ সেপ্টেম্বর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজার নদী উচ্ছেদ অভিযানের প্রতিবাদে স্থানীয়দের সড়ক অবরোধ

০৫ সেপ্টেম্বর, ২০২৫

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: উচ্ছেদকৃত প্রতিবাদী স্থানীয় জনগন

কক্সবাজারে বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ দখল উচ্ছেদের প্রতিবাদে স্থানীয়রা প্রধান সড়কে নেমে বিক্ষোভ করেছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে শত শত মানুষ রাস্তা অবরোধ করে টায়ার জ্বালান, ঠেলা গাড়ি ও ব্যারিকেড দিয়ে উচ্ছেদকারীদের পথ রুদ্ধ করেন।

স্থানীয়রা দাবি করেছেন, উচ্ছেদ কার্যক্রম অবৈধভাবে চালানো হচ্ছে এবং এতে সাধারণ মানুষের নিরাপত্তা ও বসতি বিপন্ন হচ্ছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর যানবাহন জনতার বাধার মুখে যেতে পারেনি। শেষ পর্যন্ত নিরাপত্তার স্বার্থে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উচ্ছেদ বন্ধ রেখে ফিরে যেতে বাধ্য হন।

বিক্ষোভরত স্থানীয়রা জানান, এই উচ্ছেদ নিয়ে পুরো কক্সবাজারবাসী আতঙ্কে রয়েছে। 

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘হঠাৎ করে উচ্ছেদ কার্যক্রম চালানো জনজীবনকে বিপর্যস্ত করছে। এ ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না প্রশ্ন উঠছে।’

স্থানীয়রা নিরাপদভাবে বসতি ও উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good