০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

কক্সবাজার পিতার হাতে খুন হলেন ৩ বছরের শিশুকন্যা

০৭ Jul, ২০২৫

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: তিন বছরের শিশুকন্যার হত্যাকারী নরপশু আমান উল্লাহ

কক্সবাজার জেলা উখিয়া উপজেলায় জালিয়া পালং ইউনিয়নের মনখালীতে পিতার হাতেই খুন হলেন নিজের ৩ বছরের কন্যা।

শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার পর জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনখালীর কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেয়েটির নাম কানিজ ফাতেমা (৩) , পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

অন্যদিকে এ ঘটনায় অভিযুক্ত মেয়ের পিতা আমান উল্লাহকে (৩২) কে আটক করেছে পুলিশ।

নিহতের মা জোসনা আক্তার দাবি করেন, শনিবার রাত সাড়ে ৮টার পর তিনি পাশের বাড়িতে কাজে গেলে তাঁর মাদকাসক্ত স্বামী এ ঘটনা ঘটান।

তিনি বলেন, তাঁর অন্য সন্তানরা পাশের বাড়িতে গিয়ে জানায় তাদের পিতা তাঁদেরকে লোহার রড দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, পরে মা বাড়িতে গিয়ে দেখেন একটি ছাগল আর তাঁর সাড়ে তিন বছরের কন্যার মরদেহ, পরে স্থানীয়দেরকে ডেকে আনতে গেলে এই সুযোগে মরদেহ খালের পানিতে ভাসিয়ে দিয়ে খাটের নিচে এসে শুয়ে থাকে শিশুটির বাবা, পরে স্থানীয়রা রক্তের দাগ দেখে খাল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, তাঁর স্বামী নিয়মিত মাদক সেবন করতেন, এর আগেও মাদক সেবন করে খুনের ঘটনায় জেল খাটেন, এরপর থেকে তিনি নিজের এবং সন্তানদেরকে নিয়ে ভয়ে থাকতেন, তাই বাড়িতে থাকা দা এবং ছুরি লুকিয়ে রাখতেন।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক ) দু্র্জয় সরকার টিটিএন-কে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যদিকে অভিযুক্ত আমান উল্লাহকে আটক করা হয়েছে।

Related Article