২৪ সেপ্টেম্বর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজারে চাঁদাবাজদের কঠোর হুশিয়ারি দিলেন জেলা প্রশাসক

১২ অগাস্ট, ২০২৫

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন

কক্সবাজারে চাঁদাবাজির খবর পাওয়া যাচ্ছে। নতুন করে চাঁদাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে। যারা চাঁদাবাজিতে জড়িত রয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তারা যে-ই হোক, চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া হবে না। ১০ আগস্ট রবিবার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমন হুশিয়ারি দেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি আরও বলেন, কক্সবাজার একটি চ্যালেঞ্জিং এবং বৈচিত্র্যময় জেলা। এমন একটি জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা কঠিন হলেও সবার আন্তরিক ও সমন্বিত প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে রয়েছে। ‘সি সেইফ লাইফ গার্ড’-এর কার্যক্রম বন্ধ যাতে না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অন্যান্য জেলার তুলনায় কক্সবাজারে অস্ত্র উদ্ধারে ভালো সফলতা রয়েছে। পৌরসভার টমটমের লাইসেন্সের সাথে জেলা প্রশাসনের কোনো সম্পর্ক নেই। তবে সমস্যা হলে আইন-শৃঙ্খলা কমিটির মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন কক্সবাজারের শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহীন জানান, আওয়ামী সরকারের আমলে যারা অপরাধ করেছে, তারা কেউ ছাড় পাবে না। সবাইকে আটক করা হবে। তবে সমস্যা হচ্ছে, আটকের পরে অনেকে তদবির করে তাদের ছেড়ে দেওয়ার বা আটক না করার চেষ্টা করেন, যা বাধা সৃষ্টি করছে। তবে নিরপরাধ কাউকে আটক করে হয়রানি করা হবে না।

সভায় সেনাবাহিনী, র‌্যাব, বিজিবির প্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good