১৯ সেপ্টেম্বর, ২০২২
ছবি:
হিন্দুধর্মালম্বীদের বড় উৎসব দূর্গা পূজা । দেবী দূর্গা আসবেন ভক্তের আনন্দে ও ভক্তের ভক্তি শ্রদ্ধার মাধ্যমে আবার বিষর্জনের মাধ্যমে ভক্তদের দুই চোঁখ জলে ভাসিয়ে ভক্তের ভালোবাসা নিয়ে ফিরে যাবেন কৈলাশে । আর সেই দূর্গা পূজার আনন্দে কলতায় শুরু হয়েছে বিভিন্ন ধরনের আয়োজন ও অনুষ্টান পর্ব। তারি ধারাবাহিকতায় আজ কলাকাতায় ৭৭৭ দেবী দূর্গা কম্পিটিশনে দেবী রুপে সেজেছেন কলকাতার সৃষ্টি টিভি রিপোর্টার ও বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের সংযোগ ২৪ ডট কমের কলাকাতা রিপোর্টার, শ্রীমতি সম্পা দাশ । দেবী রুপে তাকে দেখতে পেরে সকালের সংযোগ ২৪ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন পরিবারের সদস্য বূন্দ । সদস্য বৃন্দের পক্ষ থেকে পোর্টালের প্রকাশক ও সম্পাদক রাশেদ খাঁন (মিলন) বলেছেন সম্পা দাশের মত দেবী দূর্গা হিন্দুদের প্রতিটা ঘরে ঘরে জম্ম হোক । এবং হিন্দুধর্মালম্মীদের ঘড় আলিকিত হোক দূর্গা পূজার আর্চনায় । এই প্রত্যাশা করেন তিনি ।
ধন্যবাদ 🌸💚
Good news