০৪ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।

২৭ সেপ্টেম্বর, ২০২২

আবদুল ওহাব বাবুল,
কোম্পানীগঞ্জ উপজেলা (নোয়াখালী) প্রতিনিধি

ছবি: ছবি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন নিয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার ডাকবাংলোর বীর উত্তম নুরুল হক মিলনায়তনে এ সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ কামাল পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন, সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, থানার ওসি মোঃ সাদেকুর রহমান, বসুরহাট এ,এইচ,সি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিলন কান্তি মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা অরবিন্দ ভৌমিক, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সন্তোষ কুমার মজুমদার, ক্রীড়া সংস্থার সেক্রেটারি মো. ইউনুছ, নারী নেত্রী নাজমা বেগম শিফা,

সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাসান ইমাম রাসেল, সিরাজপুর ইউ,পি প্যানেল চেয়ারম্যান জামসেদ ইকবাল শিবলু প্রমুখ। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

বক্তারা এ সময় একটি সুন্দর দেশ গঠনে পরস্পরের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সব ধর্মের মানুষের অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি বজায় রেখে চলার অঙ্গীকার করেন তারা।

সভায় বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সন্ত্রাস প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের মূল উৎপাটন, মাদক নির্মূলে এদের মূলচালিকাশক্তি কারা, তাদের মুখোশ উন্মোচন করে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good