৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
আইন-আদালত

মামলার কারনে স্থগিত হয়ে গেল চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন

২৭ সেপ্টেম্বর, ২০২২

মোহা:জোহরুল হক,
চাঁপাইনবাবগঞ্জ জেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছবি:


সীমানা জটিলতা সংক্রান্ত মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে রিটের প্রেক্ষিতে নির্বাচন স্থগিতাদেশ দেয় নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচন হবে না।এতে করে চেয়ারম্যান পদে বিনা্রতিদ্বন্দিতায় নিবাচিত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের চেয়ারম্যান ঘোষণার বিষয়টিও আটকে গেল।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মোত্তাওয়াক্কিল রহমান বলেন, ‘শামীমা জাহান সারা নামে সংরক্ষিত আসনের এক সদস্য সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে উচ্চ আদালতে রিট করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচন হবে না।’
তিনি আরও জানান, একই কারনে চেয়ারম্যান পদে বিনা্রতিদ্বন্দিতায় নিবাচিত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের চেয়ারম্যান ঘোষণার বিষয়টিও আটকে গেল।

 

এ বিষয়ে শামিমা জাহান সারা বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সীমানা নির্ধারণ করে দিলে জটিলতার সৃষ্টি হয়। সীমানা সংক্রান্ত জটিলতার নিষ্পত্তি চেয়ে উচ্চ আদালতে রিট করি। আদালত আমার পক্ষে রায় দিয়েছেন।’

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

Related Article