৩১ Jul, ২০২৩
ছবি: ১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিল এ সীরতুন্নবী(সঃ)
আশেকে রসূল (সঃ)অলিকূল শিরোমণি মুজাদ্দেদে মাহফিল এ সীরতুন্নবী (সঃ)প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা চুনতী ও তার প্রবর্তিত ১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক সীরতুন্নবী (সঃ)উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে যার শব্দ সংখ্যাঃ২০০০,এবং ১০ আগস্ট ২০২৩ ইং এর মধ্যে নাম জমা দিতে হবে।
সীরত কমিটির পক্ষ থেকে আরো বলেন লেখা পাঠাতে হবে themonthlyalorpothe@gmail.com এই ঠিকানায়, সুতন্বী ফন্টে।
হিজরি ১৩ শতাব্দীতে সারাবিশ্বে ইসলামের চরম অবনতি পরিলক্ষিত হয়।বাংলার জমিনে নবীজি (সঃ)'র সীরাতের আলো নিষ্প্রাণ হয়ে যেতে লাগল।
ইসলামের এই দুঃসময়ে ঘুণে ধরা সমাজের সংস্কার সাধনের জন্য আবির্ভূত হয়েছিল প্রখ্যাত আলেম হাফেজ আহমদ, প্রকাশ শাহ সাহেব কেবলা (রঃ) চুনতী।তার হাতে ১৯৭২ সালে ভিত রচিত হয়েছিল চুনতী সীরতুন্নবী (সঃ) মাহফিল এর, যা বর্তমানে ১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিল এ সীরতুন্নবী(সঃ)নামে দেশে-বিদেশে সমধিক পরিচিত।
শাহ সাহেব কেবলার জীবনকর্ম ও তার প্রতিষ্ঠিত মাহফিলে সীরতুন্নবী (সঃ) এর গুরুত্ব, প্রভাব ও প্রয়োজনীয়তা বিষয়ে আমরা ভিন্ন ভিন্ন মানুষের গভীর বিশ্লেষণ ধর্মী মতামত জানতে চাচ্ছি।
এরই ধারাবাহিকতায় “মাসিক আলোর পথে”ম্যাগাজিন এর উদ্দ্যোগে “শাহ সাহেব কেবলা ও ১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিল এ সীরাতুন্নবী (সঃ)” শিরোনামে একটি রচনা প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছি।
উক্ত রচনা প্রতিযোগিতায় ছাত্র-শিক্ষক-গবেষক সহ যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। এই প্রতিযোগিতায় সবাইকে সাদর আমন্ত্রণ জানাই।
বিঃদ্রঃ রচনা প্রতিযোগিতায় নির্বাচিত প্রথম, দ্বিতীয়,এবং তৃতীয় প্রতিযোগীকে পুরষ্কৃত করা হবে।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্যদের সম্মাননা সনদ প্রদান করা হবে।
উল্লেখ্য,রচনা প্রতিযোগিতায় নির্বাচিত লেখা নিয়ে ২৭ আগস্ট ২০২৩ ইং সালে অনুষ্ঠেয় ৫৩তম ১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিল এ সীরতুন্নবী (সঃ) র মাসিক আলোর পথের বিশেষ সংখ্যা প্রকাশিত হবে।
রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তাবলীঃ
১.অন্যকারো লেখা নিজের বলে চালানো যাবে না।প্রতিযোগিতার কোন পর্যায়ে তা প্রমাণিত হলে তাৎক্ষণাৎ আপনার লেখাটি বাতিল বলে গণ্য হবে।
২.আপনার রচনায় অন্যকোন সিলসিলা,দরবার বা পীর-আউলিয়ার সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকা যাবেনা।
৩.রচনার সঙ্গে আপনার নাম, ঠিকানা,মোবাইল নাম্বার এবং ই-মেইল করার সময় জাতীয় পরিচয় পত্রের কপি সংযুক্ত করতে হবে।
সম্পাদক
মাসিক আলোর পথে
জি,এ ভবণ, ইউনিট-৩,২য় তলা
রাজাপুকুর লেইন, আন্দরকিল্লা চট্টগ্রাম
মোবাইল ০১৮২৫-৭৯৪৮৫৮
ধন্যবাদ 🌸💚
Good news