০১ অক্টোবর, ২০২২
ছবি: ছবি: ফুলবাড়ী দূর্গা মন্দির
আকাশে মেঘের ভেলা আর মন মুগ্ধ করা কাশবনের দোলায় ১লা অক্টোবর মহাষষ্ঠীর মাধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দূর্গা পূজার আবহ। পঞ্জিকা মতে এই বছর দেবী দুর্গার আগমন গজে, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা আর উমা কৈলাসে ফিরবেন নৌকায় যার অর্থ শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি। শাস্ত্রমতে বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমিতে গমন হয়। সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার ওপর নির্ভর করে দেবীর কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায়। গত বছর দেবী দুর্গার আগমন হয়েছিল ঘোটকে এবং তিনি গমন করেছিলেন দোলায়। পঞ্জিকা মতে মহাপঞ্চমী-৩০ সেপ্টেম্বর, মহাষষ্ঠী-১ অক্টোবর, মহাসপ্তমী-২ অক্টোবর, মহাঅষ্টমী - ৩ অক্টোবর, মহানবমী - ৪ অক্টোবর এবং মহাদশমী - ৫ অক্টোবর।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা পূজা উৎযাপন কমিটির সম্পাদকের পক্ষ থেকে জানা যায় সরকারি নির্দেশনা ও সাস্থ্যবিধি মেনে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা বাহিনী সব সময় আছেন মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে। তাছাও প্রতিটি মন্দিরের আশেপাশে সহ মন্দিরের ভেতরে সিসি ক্যামেরা লাগানো আছে।
ধন্যবাদ 🌸💚
Good news