২৭ ডিসেম্বর, ২০২২
ছবি: মির্জাপুরের কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান করছেন খান আহমেদ শুভ এমপি।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি, এসএসসি ( ভোকেশনাল) ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা ও মাধ্যমিকের তিন স্তরে ভাল ফলাফলের জন্য ৯ শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে মির্জাপুর সরকারি কলেজ চত্বরে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ‚মি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন ( পিপিএম), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হায়দার, ভারতেশ্বরী হোমসের সহকারী অধ্যাপক গিতা রানি ঘোষ, মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, সংবর্ধিত শিক্ষার্থী ফয়সাল খান শিশির, সস্তিকা ঘোষ, আরিফুন্নেসা মিম প্রমুখ।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ জিপিএ-৫ পাওয়া ৬৬৮ শিক্ষার্থীকে কৃতিত্ব সনদ, অভিনন্দনপত্র ও মেডেল উপহার এবং ৯ শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়।