০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / আইন-আদালত

মির্জাপুরে আল আমীন হত্যার ১০দিন পর মুল আসামী গ্রেপ্তার

২৮ অক্টোবর, ২০২৩

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মামলার একমাত্র আসামী তৌহিদুল ইসলাম তুহিন

টাঙ্গাইলের মির্জাপুরে সিএনজি  চালক আল আমীন (৩৩) হত্যা মামলার একমাত্র আসামী তৌহিদুল ইসলাম তুহিন ওরফে তফিকে (৩৬) হত্যা কান্ডের ১০ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। সে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুণটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর বুধবার রাতে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাস স্ট্যান্ড এলাকায় ছুরিকাঘাতে আল আমীন নিহত হন। ছোট বোন মীমের সাথে স্বামীর ছাড়াছাড়ির পর দেনমোহরের টাকা নিয়ে দ্বন্দে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই তৌহিদুল ইসলাম তুহিন ওরফে তফি গাঢাকা দেয়।

এই ঘটনায় আল আমীনের বাবা মো বাদশা মিয়া বাদী হয়ে তৌহিদুল ইসলাম তুহিন ওরফে তফিকে একমাত্র আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তফিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে শনিবার সকালে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা নিশ্চিত করেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, আল আমীন হত্যা মামলার একমাত্র আসামী তফিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজাতে প্রেরন করা হয়েছে।
 

Related Article