২৬ Jul, ২০২৫
ছবি: মির্জাপর (টাঙ্গাইল): ইন্টারভেনশনাল পালমোনলজি ওপর সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করছেন ডাক্তার মোফাজ্জল হায়দার সিদ্দিকী।
টাঙ্গাইলের মির্জাপুরে ইন্টারভেনশনাল পালমোনোলজির ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুর দেড়টায় মির্জাপুর কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের বিপিপটি হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম।
ড্রাগ ইন্টারন্যাশনালের সহায়তায় কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে সেমিনারে গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোফাজ্জল হায়দার সিদ্দিকী।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির ও ড্রাগ ইন্টারন্যাশনালের প্রতিনিধি শাহরিয়ার হোসেন।
ডা. মোফাজ্জল হায়দার সিদ্দিকী তার প্রবন্ধে বলেন, ইন্টারভেনশনাল পালমোনোলজি হল পালমোনোলজির একটি বিশেষ ক্ষেত্র, যা ন্যূনতম আক্রমণাত্মক পদ্ধতির মাধ্যমে ফুসফুস এবং শ্বাসনালীর রোগ নির্ণয় ও চিকিৎসার ওপর দৃষ্টি নিবদ্ধ করে। ফুসফুসের ক্যান্সার, সিওপিডি এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, ফুসফুসের ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়েকটেসিস, প্লুরাল ইফিউশন—এই সবই ইন্টারভেনশনাল পালমোনোলজির মূল বিষয়।
ডা. মোফাজ্জল হায়দার সিদ্দিকী তার বক্তব্যে আরও বলেন, ইন্টারভেনশনাল পালমোনোলজি চিকিৎসার একটি আধুনিক এবং কার্যকর উপায়, যার মাধ্যমে অ্যাজমা, প্লুরাল ইফিউশন (বুকের পানি জমা), ফুসফুসের টিউমার ধ্বংস ইত্যাদির চিকিৎসা করা যায়। এটি রোগীদের জন্য অস্ত্রোপচারের ঝুঁকি কমিয়ে দ্রুত আরোগ্য লাভের সুযোগ সৃষ্টি করে।
সেমিনারে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসকবৃন্দ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।