১৬ Jul, ২০২৫
ছবি: শহীদ দিবস উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে।
টাঙ্গাইলের মির্জাপুরে যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। শহীদ দিবস উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন।
বুধবার বেলা এগারটায় সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, পৌর বিএনপি’র সভাপতি হযরত আলী মিঞা, এনসিপি উপজেলা আহবায়ক মাসুদ খন্দকার পারভেজপ্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়াদিগন্ত প্রতিনিধি হারুন অর রশিদ, জুলাই আন্দোলনে আহত সুজন মিয়া,সমন্বয়ক ইমন সিদ্দিকী প্রমুখ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মির্জাপুর ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ আল আসাদ, উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম জামায়াতের সাধারণ সম্পাদক মুফতি আবুল কাশেম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম মহসীন, ছাত্রশিবির উপজেলা সভাপতি মিরাজ মিয়া।
Good news
Good