০১ Jul, ২০২৫
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): সেমিনারে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম।
কামার, কুমার , নাপিত, বাঁশ-বেত প্রস্তুতকারি,কাসা পিতল সামগ্রী প্রস্তুতকারি ও জুতা মেরামত এবং প্রস্তুতকারি এসব প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন কল্পে সেমিনার করেছে মির্জাপুর উপজেলা সমাজসেবা কার্যালয়।
মঙ্গলবার (১জুলাই) সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা বিভাগীয় কর্মকর্তা মোশারফ হোসেন । সেমিনারে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম, সমাজ সেবা টাঙ্গাইলের উপপরিচালক তৌহিদুল ইসলাম, সহকারি পরিচালক মাহবুব খুশনবীশ। সমাজসেবা মির্জাপুর উপজেলা কর্মকর্তা মো. মোবারক হোসেনের পরিচালনায় সেমিনারে মতমত তুলে ধরেন শিক্ষা কর্মকর্তা যুলফিকার আহমেদ, মির্জাপুর পৌরসভার হিসাব রক্ষক আবুল হাসনাত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রমুখ। সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষক, সাংবাদিক ও প্রান্তিক পেশাজীবীদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।