০৯ Jul, ২০২৫
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): ধ্বসে পড়া বেড়িবাধ পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম।
টাঙ্গাইলের মির্জাপুরে তরফপুর ও লতিফপুর ইউনিয়ন রক্ষা বেড়িবাধের ধ্বসের কারনে দুই ইউনিয়নের সাথে উপজেলা সদরের যানচলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার লতিফপুর ইউনিয়নের বড়দাম বান্দর মারা ও সলিমনগর এলাকায় এই বেড়িবাধ ধ্বসের ঘটনা ঘটে।
স্থানীয় বাসন্দরা জানান, গত কয়েকদিনের বৃষ্টিপাত ও মঙ্গলবারের প্রবল বর্ষনে বেড়িবাধে ধ্বস দেখা দিয়েছে।বুধবার (৯জুলাই) বেড়িবাধ ধ্বসের এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম। লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি ও উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন উপস্থিত ছিলেন। লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন রনি জানান, বেড়িবাধটি তার ইউনিয়নের মধ্যে থাকলেও তা রক্ষনাবেক্ষনের জন্য ইউনিয়ন পরিষদে আলাদা কোনো বরাদ্ধ নেই। পানি উন্নয়ন বোর্ড বাধটি ঠিকমত রক্ষনাবেক্ষন করছেনা বলে জানান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম জানান, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মারফত বেড়িবাধে ধ্বসের বিষয়ে জেনেছি এবং পরিদর্শন করে মেরামত করার জন্য উপজেলা প্রকৌশলকে নির্দেশ দেয়া হয়েছে। মানুষ যাতে উপজেলা সদরের সাথে সহজেই যোগযোগ করতে পারেন’।পানি উন্নয়ন বোর্ডের টাঙ্গাইলে উপ-বিভাগীয় প্রকৌশলী প্রান্ত পন্ডিত জানান,‘বিষয়টি তিনি অবগত নন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন’।
Good news
Good